ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিন যত যাচ্ছে দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা তত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২১৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৮৯ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি হাসপাতালে ৭৫৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ২৩১ জন ভর্তি রয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬৩ এবং ঢাকার বাইরে ৫১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে-চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছেন।
এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসের সোমবার পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি ২১৪ জনের মধ্যে ঢাকায় ১৫ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৩ জন ও ৩২টি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১১০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগরীর বাইরে আটটি বিভাগের সরকারি হাসপাতালে ১০২ জন ও বেসরকারি হাসপাতালে ১১২ জন ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালে ১৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, ঢাকা শিশু হাসপাতালে সাতজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ছয়জন, শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চারজন, বিজিবি হাসপাতালে চারজন, সংক্রমক ব্যাধি হাসপাতালে তিনজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন করে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান উত্তরা আধুনিক হাসপাতালে ১১ জন, ইবনে সিনা হাসপাতালে (ধানমন্ডি) ১০ জন, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আটজন, এভার কেয়ার হাসপাতালে সাতজন করে ভর্তি হয়েছেন। বাকিরা অন্য হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন।
রাজধানীর ৩২টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ১১০ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন।
