আমিরাতগামী কর্মীদের আরটি পিসিআর টেস্টের টাকা দেবে মন্ত্রণালয়
যুগান্তর প্রতিবেদন
০৩ অক্টোবর ২০২১, ১৩:৪২:১৫ | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট ফির ১৬০০ টাকা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, প্রবাসীকর্মীরা আমাদের দেশের রেমিট্যান্সযোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্য করা ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
প্রবাসীকল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমিরাতগামী কর্মীদের আরটি পিসিআর টেস্টের টাকা দেবে মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট ফির ১৬০০ টাকা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, প্রবাসীকর্মীরা আমাদের দেশের রেমিট্যান্সযোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্য করা ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
প্রবাসীকল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।