বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নতুন কমিটি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০১৮, ০২:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি খবির হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল হক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ৫১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ কমিটি আগামী দুই বছর (২০১৮-২০২০) দায়িত্ব পালন করবে।
রোববার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক সম্মেলনে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহসভাপতিরা হলেন ফজলুর রহমান খান, ইদরীস আলী, গিয়াস উদ্দিন, নির্মল চন্দ্র সিকদার, হায়দার আলী, এমদাদুল হক আকন্দ, জিয়াউল হাসান শেখ, নূরুন নবী, সিরাজুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদকরা হলেন কামরুজ্জামান নয়ন, মাহবুবুর রহমান শামীম, জাকির হোসেন সাগর, আরমান ভূঁইয়া, জামাল হোসেন নাহিদ, আবদুল খালেক আকন, হাসিবুর রহমান মোল্লা, আরিফুল ইসলাম, ওয়াজকরনী বিশ্বাস ও তৈয়াবুর রহমান তোহা। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান খান। এছাড়া অর্থ সম্পাদক কানাই লাল বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক আবু হানিফ, দফতর সম্পাদক মোহাম্মদ দস্তগীর, সহ-দফতর সম্পাদক রোজিনা বেগম, জনসংযোগ ও প্রচার সম্পাদক সুজন কুমার ঘোষ, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রণব কুমার দে, আন্তর্জাতিক সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জি. এম. আকতার, চাকরি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান হৃদয়, সমাজকল্যাণ সম্পাদক আ. ম. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীনা পারভিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, প্রকশনা সম্পাদক ফরহাদ হোসেন, সহ- প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নিগার বানু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মিজান সুমি, ছাত্র বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পাটোয়ারী। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ কে এম আবদুল মোতালেব, শামসুর রহমান, দীপক কুমার ভৌমিক, আনোয়ার হোসেন মজুমদার, সৈয়দ মুরাদ রেজা, স্বদেশ রঞ্জন বড়ুয়া, এ বি এম আতিয়ার রহমান, আতিয়ার রহমান, শরীফ মোমরেজ আলী, বরকত হোসেন ও নেছার পাটওয়ারী।
