Logo
Logo
×

জাতীয়

সারা দেশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ পিএম

সারা দেশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বিশ্বব্যাপী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। এর অংশ হিসেবে শুক্রবার বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি পালনের সময় পাকিস্তান, আফগানিস্তান এবং চীনে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোকপাত করে।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভা কর্তৃক মানবাধিকারের বৈশ্বিক ঘোষণা দেওয়া হয়। এরপর জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশে দিনটিতে ‘মানবাধিকার দিবস’ হিসেবে উদযাপন করা হয়। 

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম ব্যতিক্রমী এক ঘোড়ার গাড়ি র্যা লির আয়োজন করে। র্যা লি থেকে বিশ্বব্যাপী বিশেষ করে চীনের উইঘুর এবং পাকিস্তান কর্তৃক বেলুচিস্তানের সংখ্যালুঘদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে মানুষকে সচেতন এবং বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরতে ঘোড়ার গাড়ির র্যা লিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রেসক্লাব, কাওরান বাজার এবং পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়া বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন দিবসটি উপলক্ষে সাইকেল র্যা লি বের করে। র্যা লিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনায় কনফিডেন্স পোভার্টি অ্যালেভিয়েশন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের (সিপিএডব্লিওও) খুলনা বিভাগীয় সভাপতি মো. আলমের নেতৃত্বে খুলনার হাদিস পার্কের সামনে বিশ্ব মানবাধিকারের বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য এক র্যা লি বের করা হয়। 

জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যা লি বের করে। মানববন্ধনে বক্তারা পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন, চীন কর্তৃক উইঘুরদের ওপর নির্যাতনের নিন্দা জানান। 

মানবাধিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম