Logo
Logo
×

জাতীয়

ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষককে অপহরণের পর হত্যার অভিযোগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১০:৪৫ এএম

ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষককে অপহরণের পর হত্যার অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, অধ্যাপক সাইদা খালেক অবসরের পর ঢাকার সাভারের জিরানি বাজারে বসবাস করতেন। সেখানে তিনি প্লট নির্মাণ করছিলেন। এ সংশ্লিষ্ট একজন তাকে হত্যা করেছে। পুলিশ গাইবান্ধা থেকে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া সাংবাদিকদের বলেন, তিনদিন আগে তাকে অপহরণ করা হয়। শুক্রবার তার লাশ পাওয়া গেছে আবাসন প্রকল্পের পাশেই। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

শিক্ষক হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম