Logo
Logo
×

জাতীয়

নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০১:১০ পিএম

নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

নির্বাচন কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন  প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার নির্বাচনের পর সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভা ভোট গ্রহণ হয়েছে। সবগুলো জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কন্ট্রোলরুমের মাধ্যমে সবগুলো এলাকার ভোট পর্যবেক্ষণ করেছে। এখন পর্যন্ত এ নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইসি সচিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এসেছে তাতেনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে যে পাঁচটি পৌরসভা ভোট হয়েছে সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন সময়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল ইসি। রোববারের নির্বাচনে সে তুলনায় ভোট পড়লেও ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল বলে দাবি করেন ইসি সচিব।

ভোট কম পড়ার কারণ হিসেবে তিনি বলেন, নারায়ণগঞ্জ এর আগেও ইভিএমের মাধ্যমে ভোট হয়েছিল। সিটি নির্বাচনের আগে ও আমরা বিভিন্ন জায়গায় মক ভোটিং এর ব্যবস্থা করি। মনে হচ্ছে নারায়ণগঞ্জের মক ভোটিংয়ের সময় নারী ভোটাররা সেখানে আসেননি। ফলে আজ নির্বাচনের দিন তাদেরকে লাইনে দাঁড়িয়ে ভোটিং ইভিএম সম্পর্কে বুঝাতে সময় লেগেছে প্রিসাইডিং কর্মকর্তার। এতে ভোট নিতে একটু সময় বেশি লেগেছে।

ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল দাবি করে তিনি বলেন, যারা এই লাইনে ছিলেন তাদের সবাইকে ভোট দিতে দেওয়া হয়েছে, কাউকে ফেরত পাঠানো হয়নি।
 

নির্বাচন কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম