Logo
Logo
×

জাতীয়

কদম-শিউলির ঘরে আনন্দ-উৎসব, দুশ্চিন্তায় কর্তৃপক্ষ (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০ এএম

কদম-শিউলির ঘরে আনন্দ-উৎসব, দুশ্চিন্তায় কর্তৃপক্ষ (ভিডিও)

টাইগার মঠের জুটি কদম-শিউলির ঘরে এখন আনন্দ-উৎসব। বিশেষ করে শিউলির। গর্বে তার যেন মাটিতে পা পড়ে না। তার সঙ্গত কারণও আছে। সেই তো জন্ম দিয়েছে দুইটি কন্যা শাবকের। তবে কদম-শিউলির ঘরে আনন্দ থাকলেও দুশ্চিন্তায় আছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শাবকদের নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে বাবা অর্থাৎ কদমকে। আলাদা জায়গায় ছয় মাস বয়স পর্যন্ত শাবক দুটি মা শিউলির কাছেই থাকবে। আর এখনই দর্শনার্থীদের সামনে আনা হচ্ছে না তাদের। মানুষ দেখে এখনো ভয় পায় বাঘের বাচ্চারা। তবে শাবক দুটির বয়স ছয় মাস পূর্ণ হলেই দর্শনার্থীরা দেখতে পাবেন বলে চিরিয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

শাবক দুটি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ থাকলেও দুশ্চিন্তায় আছে কর্তৃপক্ষ। এর আগে জুই-টগর জুটির শাবক দুর্জয় ও অবন্তিকার মৃত্যু তাড়িয়ে বেড়াচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। এজন্য নতুন দুই শাবককে নিরাপদ রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতি ২১ দিন পর পর করা হচ্ছে রক্ত পরীক্ষা।

এই শীতে বাঘের বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য করা হয়েছে উষ্ণ রাখার বিশেষ ব্যবস্থা। রুমের মধ্যে বৈদ্যুতিক হিটার এবং মেঝেতে খড় বিছিয়ে দেওয়া হয়েছে। যেখানে তারা শুয়ে থাকে বলে জানিয়েছে চিরিয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ যমুনা টিভিকে জানান, এখনো পর্যন্ত শাবক দুটি ভালো আছে। ২১ দিন পর পর করা হচ্ছে রক্ত পরীক্ষা। তাদের সুস্থতা নিশ্চিত করতে কমতি রাখছেন না তারা। শাবকদের মশা-মাছি থেকে নিরাপদ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনে দুইবার চারপাশে এন্টিভাইরাস স্প্রে করে দেওয়া হচ্ছে। এছাড়া রক্ত পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

টাইগার মঠ বাঘ শাবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম