Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৬:৪০ এএম

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে শনিবার দুপুর পৌনে ১২টায় গণভবনে গিয়ে তারা এই শুভেচ্ছা জানান।

প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শুভেচ্ছা জানান।

পরে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী. শুভেচ্ছা.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম