Logo
Logo
×

জাতীয়

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৬:২০ এএম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত

ফাইল ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে আইএসপিআর এই তথ্য জানিয়েছে। আহত শান্তিরক্ষীরা চিকিৎসাধীন বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মধ্য আফ্রিকা রিপাবলিকে সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ টায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ঘটনাস্থলে চার বাংলাদশি শান্তিরক্ষী গুরুতর আহত হন। তারা হলেন— মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। 

আহত শান্তিরক্ষীদের অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। দেশটিতে এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

শান্তিরক্ষী আহত বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম