Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৫:৫২ পিএম

যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা।

হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেলযোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে গাড়ি থেকে দেশীয় অস্ত্র বের করে সন্ত্রাসীরা পিটাতে থাকে। এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালে হোসাইনকে দেখতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্যরা।

হামলা সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম