Logo
Logo
×

জাতীয়

পিআইবিতে সাব-এডিটরদের প্রশিক্ষণ সম্পন্ন

সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের নিয়ে পিআইবিতে সংবাদ সম্পাদন বিষয়ে দুদিনের (২০-২১ নভেম্বর) প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল প্রধান অতিথি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। 

এ সময় সাব-এডিটর কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন।

এছাড়া এদিন পিআইবিতে সিরাজগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী (২০-২১ নভেম্বর) প্রশিক্ষণ শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম গোলাম কিবরিয়া। সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে তারা অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স. ম গোলাম কিবরিয়া বলেন, সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। 

সভাপ্রধান জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রতিবেদন বা ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের গুরুত্ব সব সময় একই থাকে। 

পিআইবির প্রশিক্ষক শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার ২৮ জন সাংবাদিক অংশ নেন।

সাংবাদিকতা গুণগত মান প্রশিক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম