পদোন্নতি পেলেন অধস্তন আদালতের ৪১ বিচারক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৩:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অধস্তন আদালতের ৪১ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন। অন্য ৩৯ জন সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ বেতনক্রম অনুসারে বেতন পাবেন।
