Logo
Logo
×

জাতীয়

হেফাজত নেতা হারুন ইজহারের জামিন বহাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম

হেফাজত নেতা হারুন ইজহারের জামিন বহাল

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজহারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। 

হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঙ্গলবার খারিজ করে দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের লালখান বাজার থেকে এক মামলায় গ্রেফতার হন হেফাজতের ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহার। 

এরপর ২০২১ সালের ১৭ মে তাকে মতিঝিল থানার ২০১৩ সালের ৬ মে করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ মামলায় ২৪ অক্টোবর মহাগনর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন। 

হাইকোর্ট গত বছরের ৩ জানুয়ারি তাকে জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিনাদেশ স্থগিত করেন।  মঙ্গলবার রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

হেফাজত নেতা হারুন ইজাহার জামিন বহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম