যুগান্তরের সাবেক কর্মী আহসানুল হক টুটুলের ইন্তেকাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম
আহসানুল হক টুটুল।
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের সাবেক কর্মী আহসানুল হক টুটুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহসানুল হক টুটুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
আহসানুল হক টুটুল দীর্ঘ দিন ধরে গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ, সমকালসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
আহসানুল হক টুটুলের স্ত্রী সামিনা আক্তার যুগান্তর অনলাইনে দীর্ঘদিন সহ সম্পাদক পদে কাজ করেছেন।
তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
