Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের সাবেক কর্মী আহসানুল হক টুটুলের ইন্তেকাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম

যুগান্তরের সাবেক কর্মী আহসানুল হক টুটুলের ইন্তেকাল

আহসানুল হক টুটুল।

দৈনিক যুগান্তরের সাবেক কর্মী আহসানুল হক টুটুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। 

বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহসানুল হক টুটুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। 

আহসানুল হক টুটুল দীর্ঘ দিন ধরে গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ, সমকালসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

আহসানুল হক টুটুলের স্ত্রী সামিনা আক্তার যুগান্তর অনলাইনে দীর্ঘদিন সহ সম্পাদক পদে কাজ করেছেন।

তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

কর্মী টুটুল ইন্তেকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম