Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা নিয়ে কঠোর বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১১:১৭ পিএম

রোহিঙ্গা নিয়ে কঠোর বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কঠোর হওয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে তাদেরকেও বের করে দেওয়া হবে।

শুক্রবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দেন।

তিনি বলেন, এই হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসামানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরি। এজন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি।

রোহিঙ্গা কঠোর বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম