Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রদূতদের পরিবর্তন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ এএম

রাষ্ট্রদূতদের পরিবর্তন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বছরের দুই এক সময় অনেক রাষ্ট্রদূতদের পরিবর্তন হয়। একইভাবে একই নিয়মে বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের পরিবর্তন হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় সাতাত্তর জন রাষ্ট্রদূত আছেন যারা বাংলাদেশে। আমার এখানে আছেন ৬০ জনের মতো। আর আরো সাতাত্তর জন আছেন যারা ভারতে থাকেন। চারজনের মধ্যে দুইজন ল্যাটিন আমেরিকার, একজন আফ্রিকার। ল্যাটিন আমেরিকার প্রতি আমরা বেশ জোর দিচ্ছি। আমরা আমাদের মন্ত্রণালয়ে ল্যাটিন আমেরিকার জন্যে আমরা নতুন একটা ডাইরেক্টর জেনারেল অফিস খুলেছি। কারণ ওখানে ব্রাজিল, আর্জেন্টিনা তারপরে যে আজকে আসছিলেন কিউবার। 

ম্যাক্সিকোতে শীঘ্রই মিশন খোলার চিন্তাভাবনা হচ্ছে বলে ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি আরও বলেন, রোমানিয়ায় প্রায় তিরিশ হাজার লোক আমাদের রয়েছে। এসব দেশে জনবল নিয়োগ ও  সেই সঙ্গে আমাদের ছেলেমেয়েদের জন্য স্কলারশিপও সংগ্রহ করছি।  

এর আগে সার্বিয়া ভ্রমণ বিষয়ক ‌‘সার্বিয়া: শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসব মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বইটি লিখেছেন ইমদাদ হক।

প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব একুশে পদকপ্রাপ্ত কবি কামাল চৌধুরী। এতে সম্মানিত অতিথি ছিলেন এসিআই অ্যাগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।  

 

রাষ্ট্রদূত পরিবর্তন পররাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম