আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না
যুগান্তর প্রতিবেদন
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৮:৫৯ | অনলাইন সংস্করণ
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। এজন্য বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে।
সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এছাড়া দুই দেশের ফুটবল নিয়ে চুক্তি এবং দুদেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এদিকে দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় আবার আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনানীতে দূতাবাসের উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দূতাবাসের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি একটি আনন্দের মুহূর্ত। এটি কেবল ক‚টনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কেও উন্নতি হবে।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরো বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েক বছর পর দূতাবাস বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গেছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যাননি। এজন্য আমরা আবারও বাংলাদেশে দূতাবাস চালু করলাম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। এজন্য বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে।
সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এছাড়া দুই দেশের ফুটবল নিয়ে চুক্তি এবং দুদেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এদিকে দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় আবার আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনানীতে দূতাবাসের উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দূতাবাসের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি একটি আনন্দের মুহূর্ত। এটি কেবল ক‚টনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কেও উন্নতি হবে।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরো বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েক বছর পর দূতাবাস বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গেছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যাননি। এজন্য আমরা আবারও বাংলাদেশে দূতাবাস চালু করলাম।