সিদ্দিকবাজারে হতাহতদের নগদ অর্থসহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন
jugantor
সিদ্দিকবাজারে হতাহতদের নগদ অর্থসহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

  যুগান্তর প্রতিবেদন  

০৮ মার্চ ২০২৩, ০০:১৩:১৭  |  অনলাইন সংস্করণ

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করে ঢাকা জেলা প্রশাসন। সেখানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।

গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১২টা পর্যন্ত) ১৮ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ

সিদ্দিকবাজারে হতাহতদের নগদ অর্থসহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

 যুগান্তর প্রতিবেদন 
০৮ মার্চ ২০২৩, ১২:১৩ এএম  |  অনলাইন সংস্করণ

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করে ঢাকা জেলা প্রশাসন। সেখানে তিনি এ কথা বলেন। 

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।

গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১২টা পর্যন্ত) ১৮ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : গুলিস্তানে ভবনে বিস্ফোরণ