দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নের মহাস্রোতে আমরা আছি। এখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকত, এখানে যদি আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি না করত, তাহলে কিন্তু আমরা থমকে যেতাম।
রোববার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এগিয়ে যেতে হলে উন্নয়নে যেতে হলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা সবল হতে হবে। আমাদের সিকিউরিটি আজ প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব চ্যালেঞ্জ অতিক্রম করছে। আমাদের সিকিউরিটি ফোর্স পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই নিজ নিজ কাজ করছে। সেজন্য একটা সুন্দর পরিস্থিতি আমরা উপহার দিতে পেরেছি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
