সাংবাদিক এবিএম মূসার স্ত্রী আর নেই
jugantor
সাংবাদিক এবিএম মূসার স্ত্রী আর নেই

  যুগান্তর প্রতিবেদন  

১৪ মার্চ ২০২৩, ২৩:০০:৩৭  |  অনলাইন সংস্করণ

সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা (৮৩) আর নেই। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বুধবার ফেনীর কুতুবপুর গ্রামে স্বামী এবিএম মূসার কবরের পাশে তার লাশ সমাহিত করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য পারভীন সুলতানা মূসা ঝুমার মা সেতারা মূসা। তিনি ১৯৪০ সালে নানার বাড়ি কুমিল্লার লাকসামে জন্মগ্রহণ করেন।

সেতারা মূসার পিতা তৎকালীন পাকিস্তান অবজারভারের সম্পাদক আবদুস সালাম। ক্লাস নাইনে পড়ার সময় এবিএম মূসার সঙ্গে তার বিয়ে হয়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করেন। তিনি দৈনিক পূর্বদেশ, দৈনিক জনতা, দৈনিক আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।

সেতারা মূসার বাবা আবদুস সালাম জাতীয় প্রেস ক্লাবের সভাপতি (১৯৫৮-৫৯) ছিলেন। তার স্বামী সাংবাদিক এবিএম মূসা জাতীয় প্রেস ক্লাবের তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি ছিলেন।

সেতারা মূসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

সাংবাদিক এবিএম মূসার স্ত্রী আর নেই

 যুগান্তর প্রতিবেদন 
১৪ মার্চ ২০২৩, ১১:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা (৮৩) আর নেই। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।  বুধবার ফেনীর কুতুবপুর গ্রামে স্বামী এবিএম মূসার কবরের পাশে তার লাশ সমাহিত করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য পারভীন সুলতানা মূসা ঝুমার মা সেতারা মূসা। তিনি ১৯৪০ সালে নানার বাড়ি কুমিল্লার লাকসামে জন্মগ্রহণ করেন। 

সেতারা মূসার পিতা তৎকালীন পাকিস্তান অবজারভারের সম্পাদক আবদুস সালাম। ক্লাস নাইনে পড়ার সময় এবিএম মূসার সঙ্গে তার বিয়ে হয়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করেন। তিনি দৈনিক পূর্বদেশ, দৈনিক জনতা, দৈনিক আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।

সেতারা মূসার বাবা আবদুস সালাম জাতীয় প্রেস ক্লাবের সভাপতি (১৯৫৮-৫৯) ছিলেন। তার স্বামী সাংবাদিক এবিএম মূসা জাতীয় প্রেস ক্লাবের তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি ছিলেন।

সেতারা মূসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর