মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি
jugantor
মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি

  যুগান্তর প্রতিবেদন  

১৫ মার্চ ২০২৩, ১৫:২২:৪৭  |  অনলাইন সংস্করণ

বহুল কাঙিক্ষত মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি হয়েছে। ঢাকার প্রথম এই রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় স্টেশন দুটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তিনি বলেন, এ মাসের মধ্যে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে।
উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা।

অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা, মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি

 যুগান্তর প্রতিবেদন 
১৫ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম  |  অনলাইন সংস্করণ

বহুল কাঙিক্ষত মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি হয়েছে। ঢাকার প্রথম এই রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় স্টেশন দুটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তিনি বলেন, এ মাসের মধ্যে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে।
উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা।

অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা, মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন