দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী-শিশুসহ ৭
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৯:১০:০৫ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইছাহাক আলী (৪০) ও তার স্ত্রীর মোছা. সাকি (৩৫), ছেলে শাফিম (১৬), একই এলাকার তরিকুল ইসলামের ছেলে জারিফ (১১), মৃত আব্দুল লতিফের ছেলে আইয়ুব আলী (৫২), আইয়ুব আলীর স্ত্রী শিরিনা খাতুন (৪৩), ছেলে শিমুল আহম্মেদ (১১)।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পবিারের সবাই শুয়ে পড়ি। শুক্রবার সকালে প্রতিবেশীরা আমাদের ঘরের দরজা বাহির হতে বেঁধে আটকানো দেখে ডাকাডাকি শুরু করেন।
কোনো সাড়া না পেয়ে দরজা খুলে আমাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কোনো অজ্ঞাত দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ হওয়ার দাবি করে তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারগুলোর নগদ টাকা, মোবাইলসহ বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। অসুস্থ থাকার কারণে বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দ সাবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাসেবার জন্য এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রেখে আমরা তাদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি। এ মুহূর্তে অসুস্থদের আশঙ্কামুক্ত বলা যাবে না।
সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী-শিশুসহ ৭
দিনাজপুরের বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইছাহাক আলী (৪০) ও তার স্ত্রীর মোছা. সাকি (৩৫), ছেলে শাফিম (১৬), একই এলাকার তরিকুল ইসলামের ছেলে জারিফ (১১), মৃত আব্দুল লতিফের ছেলে আইয়ুব আলী (৫২), আইয়ুব আলীর স্ত্রী শিরিনা খাতুন (৪৩), ছেলে শিমুল আহম্মেদ (১১)।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পবিারের সবাই শুয়ে পড়ি। শুক্রবার সকালে প্রতিবেশীরা আমাদের ঘরের দরজা বাহির হতে বেঁধে আটকানো দেখে ডাকাডাকি শুরু করেন।
কোনো সাড়া না পেয়ে দরজা খুলে আমাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কোনো অজ্ঞাত দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ হওয়ার দাবি করে তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারগুলোর নগদ টাকা, মোবাইলসহ বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। অসুস্থ থাকার কারণে বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দ সাবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাসেবার জন্য এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রেখে আমরা তাদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি। এ মুহূর্তে অসুস্থদের আশঙ্কামুক্ত বলা যাবে না।
সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।