বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
যুগান্তর প্রতিবেদন
১৭ মার্চ ২০২৩, ২০:১৩:৫০ | অনলাইন সংস্করণ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর, যৌবন, ছাত্রজীবন ও রাজনৈতিক জীবনকে আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারলে একজন মানুষের পক্ষে বিশ্বনেতাও হওয়া সম্ভব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন- মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. রশিদ আসকারি, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম, অধ্যাপক ড. বিমান বড়ুয়া ও অধ্যাপক অসীম সরকার প্রমুখ।
টুকু বলেন, জাতির পিতা আজীবন অসাম্প্রদায়িক ছিলেন এবং সম্প্রীতির চর্চা করতেন। পরিবারের কাছ থেকে তিনি অসাম্প্রদায়িকতার শিক্ষা পেয়েছিলেন। বাঙালি জাতির জন্য তিনি এক আলোকবর্তিকা। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই আলো থাকবে।
ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের শক্তিকে জেনে বুঝে দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণকে স্মার্ট নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতরা একই সূত্রে গাঁথা। এরা বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলাদেশ, সুখী-সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদের বিপক্ষে।
এর আগে সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তিন দিনব্যাপী ‘মডেল ইউনাইটেড ন্যাশন্স’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডেপুটি স্পিকার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর, যৌবন, ছাত্রজীবন ও রাজনৈতিক জীবনকে আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারলে একজন মানুষের পক্ষে বিশ্বনেতাও হওয়া সম্ভব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন- মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. রশিদ আসকারি, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম, অধ্যাপক ড. বিমান বড়ুয়া ও অধ্যাপক অসীম সরকার প্রমুখ।
টুকু বলেন, জাতির পিতা আজীবন অসাম্প্রদায়িক ছিলেন এবং সম্প্রীতির চর্চা করতেন। পরিবারের কাছ থেকে তিনি অসাম্প্রদায়িকতার শিক্ষা পেয়েছিলেন। বাঙালি জাতির জন্য তিনি এক আলোকবর্তিকা। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই আলো থাকবে।
ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের শক্তিকে জেনে বুঝে দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণকে স্মার্ট নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতরা একই সূত্রে গাঁথা। এরা বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলাদেশ, সুখী-সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদের বিপক্ষে।
এর আগে সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তিন দিনব্যাপী ‘মডেল ইউনাইটেড ন্যাশন্স’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডেপুটি স্পিকার।