হুইল চেয়ার-বোরকাতেও রক্ষা হলো না অন্তঃসত্ত্বা মাহির
পুলিশের মামলায় আসামি হয়েছেন এটি আগেই টের পেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ কারণেই ফেসবুক লাইভে এসে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী।
তবে সেই ভয়কে দূরে রেখেই ওমরাহ পালন শেষে শনিবার বেলা ১১টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। পরে দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মাহিকে গ্রেফতার করে।
বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ জানিয়েছে, মাহি বোরকা পরে বিমান থেকে নেমেছিলেন। মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন। বিমানবন্দরে নেমে গ্রেফতারও হতে পারেন। সেই আশঙ্কা থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে ছদ্মবেশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া বিমানবন্দরে মাহিকে হুইলচেয়ারেও দেখা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিজি ৩৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে মাহি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ৪ নম্বর বোর্ডিং ব্রিজের ৬ নম্বর বেল্টে তার লাগেজ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে পারেননি মাহি। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন অফিসাররা মাহির ইমিগ্রেশন শেষ করেন। এরপর আমাদের হাতে মাহিকে তুলে দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাতে মাহির বিরুদ্ধে বাসন থানার এসআই মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ ছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমিদখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।
এ দিকে মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন, অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা জানান এ পুলিশ কমিশনার।
স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
এর কিছু সময় পর রকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, ফেসবুক লাইভে মাহি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করিয়ে দিচ্ছে বলে অভিযোগ তোলেন এ চিত্রনায়িকা।
এর পর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। সেখানে বলেন আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমরাও গ্রেফতার হতে পারি।
প্রসঙ্গত, বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি। কিছু দিনের মধ্যেই মা হবেন তিনি। এর মধ্যেই গ্রেফতার হলেন এই চিত্রনায়িকা।
হুইল চেয়ার-বোরকাতেও রক্ষা হলো না অন্তঃসত্ত্বা মাহির
যুগান্তর ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৫:৩৪:৪৮ | অনলাইন সংস্করণ
পুলিশের মামলায় আসামি হয়েছেন এটি আগেই টের পেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ কারণেই ফেসবুক লাইভে এসে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী।
তবে সেই ভয়কে দূরে রেখেই ওমরাহ পালন শেষে শনিবার বেলা ১১টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। পরে দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মাহিকে গ্রেফতার করে।
বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ জানিয়েছে, মাহি বোরকা পরে বিমান থেকে নেমেছিলেন। মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন। বিমানবন্দরে নেমে গ্রেফতারও হতে পারেন। সেই আশঙ্কা থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে ছদ্মবেশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া বিমানবন্দরে মাহিকে হুইলচেয়ারেও দেখা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিজি ৩৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে মাহি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।৪ নম্বর বোর্ডিং ব্রিজের ৬ নম্বর বেল্টে তার লাগেজ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে পারেননি মাহি।বিমান থেকে নামার পর ইমিগ্রেশন অফিসাররা মাহির ইমিগ্রেশন শেষ করেন।এরপর আমাদের হাতে মাহিকে তুলে দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাতে মাহির বিরুদ্ধে বাসন থানার এসআই মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ ছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমিদখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।
এ দিকে মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন, অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা জানান এ পুলিশ কমিশনার।
স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
এর কিছু সময় পর রকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, ফেসবুক লাইভে মাহি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করিয়ে দিচ্ছে বলে অভিযোগ তোলেন এ চিত্রনায়িকা।
এর পর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। সেখানে বলেন আমরা সকালে এয়ারপোর্টে নামব।হয়তো আমরাও গ্রেফতার হতে পারি।
প্রসঙ্গত, বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি। কিছু দিনের মধ্যেই মা হবেন তিনি।এর মধ্যেই গ্রেফতার হলেন এই চিত্রনায়িকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023