Logo
Logo
×

জাতীয়

‘সাভার প্রেস ক্লাবের কমিটি হয়নি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৬:৪৫ পিএম

‘সাভার প্রেস ক্লাবের কমিটি হয়নি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

সাভার প্রেস ক্লাবের কোনো কমিটি হয়নি- এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন ক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য। 

গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, সম্প্রতি একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে গঠনতন্ত্র উপেক্ষা করে সাভার প্রেস ক্লাবের পকেট কমিটি ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার প্রচারণা শুরু করেছে। এটা আদৌ সঠিক নয়। 

তারা বলেন, সাভারবাসীকে বিভ্রান্ত ও সাভার প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং প্রেস ক্লাবের আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি চক্র নিজেদের মনগড়া একটি পকেট কমিটি ঘোষণা করেছে। এ চক্রটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার প্রচারণা করছে। বর্তমানে সাভার প্রেস ক্লাবের নির্বাচিত একটি বৈধ কমিটি থাকা সত্ত্বেও মূলধারার সাংবাদিকদের বাদ দিয়ে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, সাভার প্রেস ক্লাবের নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী হয়ে আসছে। বিগত দিনে যেভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রচারণার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবারো যথাসময়ে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাভার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক ২০২৩-২০২৪ নির্বাচন পরিচালনার জন্য সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সাভার ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশনারের কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কমিশন শিগগিরই সাভার প্রেস ক্লাবের ২০২৩-২০২৪ এর দ্বিবার্ষিক নির্বাচনি তফসিল ঘোষণা করবে। মূলত প্রেস ক্লাবের আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তিরা সামাজিকমাধ্যমে প্রচার-প্রচারণা করছে; যা বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

সাভার প্রেস ক্লাব কমিটি বিভ্রান্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম