হজের নিবন্ধনের শেষ সময় কাল, আসন খালি সাড়ে ১৪ হাজার!
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি মৌসুমে হজের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় ২১ মার্চ পর্যন্ত চতুর্থ দফা নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত ১৬ মার্চ এ সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো অবস্থাতেই নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কিন্তু চতুর্থ ও শেষ সময়েও নিবন্ধনের সাড়া মিলছে না।
মঙ্গলবার নিবন্ধনের সময় শেষ হবে। সোমবার সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হজে যেতে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১২ হাজার ৬২৩ জন।
হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সে হিসেবে এখনো ফাঁকা রয়েছে ১৪ হাজার ৫৭৫ জনের কোটা। একদিনের মধ্যে এত সংখ্যক হজযাত্রী পূরণ হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের হজ বিভাগের কর্মকর্তারা।
তৃতীয় দফার শেষ সময় গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৩২৬ জন নিবন্ধন করেছেন।
সোমবার সন্ধ্যা ৬টা হজ নিবন্ধন পোর্টাল অনুযায়ী, সরকারিভাবে নিবন্ধন করেছে ৯ হাজার ৭৪৯, আর বেসরকারিতে নিবন্ধনের করেছে ১ লাখ ২ হাজার ৮৭৪ জন। মোট নিবন্ধিত হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২৩জন।
গত ১৬ মার্চ চতুর্থ দফা সময় বৃদ্ধির পর চার দিনে নিবন্ধন করেছেন মাত্র ১ হাজার ৬১৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
