মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী মনির হোসেন জানান, ১০তলা ভবনের সপ্তম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু নামে ওই শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বাবুর বাবার নাম মনোয়ার ইসলাম।
