Logo
Logo
×

জাতীয়

চিনি সার এলএনজি আমদানির সিদ্ধান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৯:৫৩ পিএম

চিনি সার এলএনজি আমদানির সিদ্ধান্ত

টিসিবির মাধ্যমে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আমদানি করা হবে ২ লাখ ৫ টন ইউরিয়া সার। এগুলোসহ ১৪ ক্রয় প্রস্তাবে বুধবার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব ক্রয়ে মোট ব্যয় হবে তিন হাজার ৫৬৯ কোটি টাকা। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে তুরস্ক থেকে। প্রতিকেজির মূল্য ৮২ দশমিক ৮৯ টাকা। টিসিবির জন্য এ চিনি কেনা হবে। অপর প্রস্তাবে টিসিবি আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করবে। 

এছাড়া ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৪ সালের মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে অতিরিক্ত ৩০১ কোটি টাকা ব্যয় হবে। 

চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানির (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাবের অনুমোদন পেয়েছে। এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশ থেকে ২ লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিপিএ, টিএসপি এবং এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখতে চার কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। 

সিঙ্গাপুরের মেসার্স গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লি.র কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১২.৪৭ ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২৮ কোটি টাকা। মেসার্স ভাইটল এশিয়া প্রাইভেট লি. সিঙ্গাপুরের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসের কাছ থেকে বাকি এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। প্রতি এমএমবিটিইউ ১২.১৯ মার্কিন ডলার হিসাবে ব্যয় হবে ৫১৬ কোটি টাকা। 

এছাড়া রাষ্ট্রীয় চুক্তির অধীনে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি টাকা।
 

চিনি সার এলএনজি আমদানি সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম