রিট খারিজ

আদেশের বিরুদ্ধে আপিল করবেন জাহাঙ্গীর

 যুগান্তর প্রতিবেদন 
০৮ মে ২০২৩, ০৭:৫৫ পিএম  |  অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীর আলমের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে গত রোববার রিট করেন জাহাঙ্গীর। শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রিট খারিজ করে আদেশ দেন। এর ফলে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আদেশের পর জাহাঙ্গীর আলম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করবেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সাবেক অতিরিক্ত জেনারেল এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আসাদুজ্জামান মনির, ওয়ায়েস আল হারুনী, নওরোজ মো. রাসেল চৌধুরী প্রমুখ।

সোমবার দুপুর পৌনে ১২টায় গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিটের শুনানি শুরু হয়। 

আদালতে জাহাঙ্গীরের আইনজীবী ফিদা এম কামাল বলেন, জাহাঙ্গীর আগেই ঋণ পরিশোধ করেছেন। তখন আদালত বলেন, নির্বাচনে প্রার্থী হতে কি কি সমস্যা হতে পারে এটা সবাই জানেন। তাই তার আরও আগে ঋণ পরিশোধ করা উচিত ছিল।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানিতে বলেন, জাহাঙ্গীর আলম ঋণ খেলাপি, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। পরে আদালত রিট খারিজ করে আদেশ দেন।

আদেশের পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার ইচ্ছা আছে।”

জাহাঙ্গীর আলমের আইনজীবী সাবেক অতিরিক্ত জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রিট খারিজ করেছেন। এখন আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিবো।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেন জাহাঙ্গীর আলম। গত ৪ মে ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব প্রার্থী জাহাঙ্গীরের আপিল আবেদন খারিজ করে দেন।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট হওয়ার কথা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন