Logo
Logo
×

জাতীয়

ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৫৪ পিএম

ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম যুগান্তরকে বলেন, হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুনের খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।
 
ঢামেক হাসপাতালের তৃতীয় তলার কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আবুল বাশার সিকদার জানান, কেবিন ব্লকের ৩১০ নাম্বার রুমের নার্সদের পোশাক পরিবর্তনের রুমে সামান্য আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি। 

আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশনায় ওয়ার্ডে ভর্তি সব রোগীকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মচারীরা।

ঢামেক অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম