Logo
Logo
×

জাতীয়

ঘূর্ণিঝড়ের কোন স্তরকে কী বলে, সুপার সাইক্লোন কখন হয়?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৬:৩৩ পিএম

ঘূর্ণিঝড়ের কোন স্তরকে কী বলে, সুপার সাইক্লোন কখন হয়?

ঘূর্ণিঝড়ের কোন স্তরকে কী বলে, সুপার সাইক্লোন কখন হয়। ছবি: সংগৃহীত

পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ একটি সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তবে সেটা হয়নি। বরং ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আছড়ে পড়েছে।

আবহাওয়া বিজ্ঞানে ঘূর্ণিঝড়ের শক্তির বিচারে সামুদ্রিক ঝড়গুলোকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। এর সর্বোচ্চ ধাপে রয়েছে সুপার সাইক্লোন। 

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, কোনো ঘূর্ণিঝড় তখনই সুপার সাইক্লোন হয়, যখন ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার বা তার বেশি থাকে।

ঘূর্ণিঝড়ের কোন স্তরে বাতাসের গতিবেগ কেমন থাকে

লঘু চাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩১ কিলোমিটারের নিচে   
নিম্নচাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১-৬১ কিলোমিটারের মধ্যে
গভীর নিম্নচাপ: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫২-৬১ কিলোমিটারের মধ্যে 
ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটারের মধ্যে 
প্রবল ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯-১১৮ কিলোমিটারের মধ্যে
অতি প্রবল ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৯-২২১ কিলোমিটারের মধ্যে
সুপার সাইক্লোন: বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার বা তার বেশি হলে

প্রসঙ্গত, ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ উপকূলে আঘাত হানা সিডর ছিল বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ সুপার সাইক্লোন। ওই সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় স্তর সুপার সাইক্লোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম