মার্কিন ভিসানীতির বিষয়ে যা বললেন ইসি আলমগীর
jugantor
মার্কিন ভিসানীতির বিষয়ে যা বললেন ইসি আলমগীর

  যুগান্তর প্রতিবেদন  

২৫ মে ২০২৩, ১১:২৬:৫০  |  অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসানীতির বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এ বিষয়গুলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, আমাদের দায়িত্ব হলো— সুষ্ঠু নির্বাচন করার। সে জন্য যা যা দরকার তা করব। এখন কে বাধা দিয়েছেন, তারা তো আমাদের কমিশনের কোনো অংশ নয়। সে বিষয়ের কোনো রাষ্ট্র বা সরকারের সঙ্গে তাদের বোঝাপড়া আছে, সেটা তারা বলতে পারবেন। এ বিষয়ে আমার কিছুই বলার নেই।

মার্কিন ভিসানীতির বিষয়ে যা বললেন ইসি আলমগীর

 যুগান্তর প্রতিবেদন 
২৫ মে ২০২৩, ১১:২৬ এএম  |  অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসানীতির বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এ বিষয়গুলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ে তিনি এ কথা বলেন। 

ইসি আলমগীর বলেন, আমাদের দায়িত্ব হলো— সুষ্ঠু নির্বাচন করার। সে জন্য যা যা দরকার তা করব। এখন কে বাধা দিয়েছেন, তারা তো আমাদের কমিশনের কোনো অংশ নয়। সে বিষয়ের কোনো রাষ্ট্র বা সরকারের সঙ্গে তাদের বোঝাপড়া আছে, সেটা তারা বলতে পারবেন। এ বিষয়ে আমার কিছুই বলার নেই।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন