Logo
Logo
×

জাতীয়

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ১৭ জন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১০:২৭ পিএম

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ১৭ জন

সমন্বিত গুচ্ছ পদ্ধতির ২২ সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। আসনপ্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও আটটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপকেন্দ্র আটটি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। 

মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতি প্রশ্নের সঠিক উত্তরে নম্বর থাকবে এক, প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে দশমিক ২৫ নম্বর।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন খন্দকার মনিরুজ্জামান বলেন, আমরা সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আগামীকালই গুচ্ছ ভর্তির শেষ পরীক্ষা। সব কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 

ভর্তি পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম