Logo
Logo
×

জাতীয়

করোনায় প্রাণ গেল দুজনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

করোনায় প্রাণ গেল দুজনের

করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ জন।

এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ, আগের দিন যা ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল।

দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে।

গত ২৯ মে এক দিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 
 

করোনা শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম