Logo
Logo
×

জাতীয়

তাফসির আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:৪৩ পিএম

তাফসির আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল নিষ্পত্তি করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন।

বুধবার দুর্নীতি দমন কমিশনের অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাফসির আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

গত ১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাফসিরকে যুক্তরাজ্যে যেতে ইমিগ্রেশন পুলিশের বাধা দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে  চেয়ে রুল জারি করেন আদালত। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তাফসির মোহাম্মদ আউয়ালের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের বাধার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তাফসির আউয়াল।

বিএনপি বিদেশ নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম