ডাক্তার দেখাতে এসে ঢাকার সড়কে প্রাণ গেল প্রাইভেটকার চালকের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় ডাক্তার দেখানোর জন্য রোববার রাতের লঞ্চে ভোলা থেকে সদরঘাটে আসেন প্রাইভেটকারচালক হিরণ হাওলাদার (২৫)। সেখান থেকে ভোর ৪টার দিকে ব্যাটারিচালিত রিকশায় চড়ে রওনা দেন রামপুরায়। মতিঝিল এজিবি কলোনি এলাকায় পুলিশ বক্সের কাছে পৌঁছলে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় চালক ও হিরণ হাওলাদার গুরুতর আহত হন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৬টায় হিরণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মতিঝিল থানার এসআই অনিল চন্দ্র রায় যুগান্তরকে বলেন, সোমবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আহত অটোরিকশার চালক ও আরোহী দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হিরণ হাওলাদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহত হিরণের আত্মীয় কামাল উদ্দিন যুগান্তরকে জানান, হিরণ পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি এলার্জিসহ শারীরিক নানা রোগ-ব্যাধিতে ভুগছিলেন। রামপুরায় এক চিকিৎসককে দেখানোর জন্য ভোলা থেকে রোববার রাতে তিনি ঢাকায় আসেন। পরে আমরা খবর পাই হিরণ দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। হিরণ ভোলা জেলার তজুমদ্দীন উপজেলার চর জহুর উদ্দিন গ্রামের মৃত মঞ্জু হালদারের ছেলে। তার চার বছর বয়সি একটি ছেলে রয়েছে।
রূপনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর রূপনগরে রোববার অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সি ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রূপনগর থানার এসআই মোরশেদ আলম যুগান্তরকে জানান, রোববার দিবাগত রাতে রূপনগর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি ভাসমান হিসেবে ঘুরাফেরা করতেন বলে জানা গেছে। সিআইডি তার পরিচয় শনাক্তের লক্ষ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
