Logo
Logo
×

জাতীয়

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১২:৫৪ পিএম

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে 

সারা দেশেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  একই সঙ্গে এই বৃষ্টিপাত আরও তীব্র হয়ে তা অব্যাহত থাকতে পারে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহের দ্বিতীয় ভাগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শুক্রবার থেকে এর তীব্রতা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায়ও এমনটা হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্র কিছুটা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম