মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে জাতীয় শোক দিবস পালন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
ট্রাস্টের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সরকারের অতিরিক্ত সচিব এসএম মাহাবুবুর রহমান, ট্রাস্টের পরিচালক (শিল্প ও বাণিজ্য) অছির উদ্দিন, ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল, ট্রাস্টের সব কর্মকর্তা-কর্মচারী, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং মৃত, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
এরপর সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের ওপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
