Logo
Logo
×

জাতীয়

ভূমি অপরাধ আইন পাশের খবর গুজব: ভূমি মন্ত্রণালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

ভূমি অপরাধ আইন পাশের খবর গুজব: ভূমি মন্ত্রণালয়

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ এবং গেজেট প্রকাশিত হওয়ার খবরটি গুজব বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় থেকে বলা হয়, ভূমি অপরাধবিষয়ক আইন পাশের ভুয়া খবর ও গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার এ বিষয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ভূমি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের ভুয়া খবর ও গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা মোটেই কাম্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সব সরকারি পোর্টালে প্রকাশ করা হয়।

হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে কিংবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা ফেসবুক পেজে’ কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়ে ভূমিসংক্রান্ত তথ্য জানা যাবে, ভূমিসেবা গ্রহণ করা যাবে এবং ভূমিবিষয়ক অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া খবর বা গুজব ইন্টারনেটে কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

ভূমি অপরাধ আইন গুজব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম