Logo
Logo
×

জাতীয়

সাংবাদিক সমাবেশে গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম

সাংবাদিক সমাবেশে গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল দাবি

অবিলম্বে গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। 

সাইবার নিরাপত্তা আইন প্রত্যাখ্যান করে তারা বলেন, পুলিশের সিপাহী দিয়ে সাংবাদিকদের কোমরে রশি বাঁধার আইন বলবৎ রেখে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে না। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক খুরশীদ আলম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, বিএফইউজের নির্বাহী সদস্য আবু বকর, জাকির হোসেন, ডিইউজের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ প্রমুখ বক্তব্য দেন।

রুহুল আমিন গাজী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। 

কাদের গনি চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ হবে না। তাই জনগণের একটাই দাবি-শেখ হাসিনার পদত্যাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম