হিরো আলমকে রুচিহীন লোকদের ‘সুপারস্টার’ বললেন আমির সিরাজী

 মানিক রাইহান বাপ্পী 
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম  |  অনলাইন সংস্করণ
অভিনেতা আমির সিরাজী। ফাইল ছবি
অভিনেতা আমির সিরাজী। ফাইল ছবি

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী। অভিনয় জীবনে ৭০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এরই অংশ হিসেবে ২০১৮ সালে ‘সাহসী হিরো আলম’ সিনেমায় আলোচিত-সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। এ সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়।  

সম্প্রতি যুগান্তরে বিশেষ সাক্ষাৎকারে হিরো আলমের নানা বিষয় নিয়ে কথা বলেছেন আমির সিরাজী। সেখানে উঠে এসেছে হিরো আলমের আলোচিত-সমালোচিত নানা প্রসঙ্গ। পাশাপাশি নানা প্রশ্নের জবাব দিয়েছেন এ অভিনেতা।  

যুগান্তর: হিরো আলমের সম্প্রতি কাজগুলো কেমন মনে হয় আপনার?

আমির সিরাজী: আমি ওরে লাইক করি না। ও বেশি বুঝে। তার তো শিল্পী হওয়ার দরকার নেই। তার শুধু টাকা কামানোর দরকার। সে যা কিছু করে টাকা ইনকামের জন্য করে। ভিউ হয় আর ডলার পায়।

যুগান্তর: হিরো আলম সবসময় ভাইরাল ইস্যুতে থাকতে চায়, এ বিষয়টি কীভাবে দেখছেন?

আমির সিরাজী: এক কথায় বলব, সে যা কিছু করে শুধু টাকার জন্য। ডেইলি তার ইন্টারভিউ আছে। এগুলো সে টাকার জন্য করে। আমরা পাবলিকও ওই রকম হুড়মুড়িয়ে পড়ি। এ জন্য আরও বেশি উৎসাহ পায়।

যুগান্তর: আপনি তা হলে কেন তার সঙ্গে কাজ করেছেন?

আমির সিরাজী: আমি তার সঙ্গে শুধু একটি ছবি করেছি। সেটার প্রডিউসার হিসেবে। পরে ৫টা করেছে আমি করিনি। আমার সঙ্গে থাকতে চেয়েছিল; কিন্তু আমি রাখিনি।

যুগান্তর:তাকে আপনি শিল্পী বলবেন কিনা?

আমির সিরাজী: তাকে শিল্পী বলা যায় না। তাকে ইউটিউবার বলা যেতে পারে। সে পয়সা কামানোর জন্য ঠিক আছে। আমাদের দেশে রুচিসম্পন্ন লোক যেমন আছে, তেমনি বেরুচিসম্পন্ন লোকও আছে। সে (হিরো আলম) বেরুচি লোকদের সারিতে।   

যুগান্তর: মামুনুর রশীদ বলেছিলেন— রুচির দুর্ভিক্ষে হিরো আলমদের উত্থান। এ কথার সঙ্গে আপনি একমত কিনা?

আমির সিরাজী: মামুনুর রশীদ ঠিকই বলেছিলেন। আমিও তাই মনে করি। সে (হিরো আলম) তো বাংলা বলতে পারে না। অথচ অভিনয়ের প্রথম ধাপ হচ্ছে ভাষা। আমরা যাদের কাছে শিখেছি, তারা ভাষা শিখিয়েছে আগে। আগে ভাষা, তার পর এক্সপ্রেসন। তারপর অন্য কিছু।

যুগান্তর: একটি ছবিতে কাজ করেছেন আপনার কাছে কেমন মনে হয়েছে?

আমির সিরাজী: তাকে সহজে কোনো কিছু শেখানো যায় না। তবে কঠিনভাবে শিখালে কিছুটা পারে। তাকে শিখাতে হলে ঘর বন্ধ করে শিখাতে হবে। শিক্ষা তো সবাই গ্রহণ করতে পারে না। ছাত্র তো সবাই হয়, সবাই কি জিপিএ ৫ পায়।

যুগান্তর: বর্তমানে হিরো আলম যা করছে তা কি সমাজের জন্য ভালো?

আমির সিরাজী: আগে জানতে হবে সিনেমাটা কী? চলচ্চিত্রটা কী? এখান থেকে অনেক কিছু শেখার আছে। কেউ যদি ভিলেনের পার্ট করে, তাকে দেখেও অনেক কিছু শিখে। শিখবে তবে ওই রকম গল্প থাকতে হবে।

যুগান্তর: হিরো আলম যা কিছু করে এটা সমাজে কী ধরনের প্রভাব পড়বে?

আমির সিরাজী: সে যা করে, তা থেকে সমাজের কোনো উপকার হয় না। সমাজে দুধরনের মানুষ আছে। রুচিশীল ও রুচিবিহীন। আমি মনে করি রুচিবিহীন লোকদের কাছে হিরো আলম সুপারস্টার্। সে যা কিছু করে ভিউ এর জন্য করে।  

যুগান্তর: হিরো আলম বিএনপির এক নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছে এটাকে কীভাবে দেখেন আপনি?

আমির সিরাজী: এগুলো সব ভিউ বাড়ানোর জন্য। হিরো আলম কি বলতে পারবে, কয় টাকা হলে ৫০ কোটি টাকা হয়।

যুগান্তর: আপনার পক্ষ থেকে হিরো আলমের প্রতি কী পরামর্শ থাকবে?

আমির সিরাজী: আমি এ বিষয়ে কিছু বলব না। আমি কাউকে পরামর্শ দিতে চাই না। কারণ আমাকে শত্রু ভাবা শুরু করবে। দরকার নেই। তার মতো সে চলুক। সে ডাল-ভাত খেয়ে চলুক। কিছু বলার নেই আমার।

যুগান্তর: আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

আমির সিরাজী: আপনাকেও ধন্যবাদ।  

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন