গালফ এয়ার পাইলটের মৃত্যু, তদন্তে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট
ঢাকায় গালফ এয়ারের পাইলট ক্যাপ্টেন ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে তার মৃত্যুর ঘটনা তদন্তে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মৃত পাইলটের বোন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেন্ডিসহ দুজন এ রিট করেন। রিটের পক্ষে আইনজীবী হিসাবে আছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
ব্যারিস্টার সাকিব বলেন, ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জুন মাসে নির্দেশ দেন হাইকোর্ট। দীর্ঘদিনেও সেই নির্দেশ বাস্তবায়ন না করায় আমরা তাদের নোটিশ পাঠাই। কিন্তু তারপরও কোনো কাজ না হওয়ায় আবার রিট করি।
রিটে বেসামরিক বিমান সচিব, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, গালফ এয়ার, গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। রিটটি আগামী সপ্তাহে বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গালফ এয়ারের বিদেশি পাইলট ক্যাপ্টেন ইউসুফ আল হিন্দি ফ্লাইট নিয়ে গত বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। পরদিন ভোরে অসুস্থ হয়ে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে ভুল চিকিৎসায় ও অবহেলায় মারা যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় চলতি বছরের ১৪ মার্চ ঢাকা মহানগর ২১ নম্বর আদালতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তালা এলহেন্ডি।
পরে তারা জুন মাসে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ১৯ জুন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ১৫ দিনের মধ্যে রিটকারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
এ আদেশের পরে দীর্ঘদিন অপেক্ষায় রেখে বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না বলে তাদের আবেদনটি ফেরত দেওয়া হয়।
গালফ এয়ার পাইলটের মৃত্যু, তদন্তে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট
যুগান্তর প্রতিবেদন
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৮:০৩ | অনলাইন সংস্করণ
ঢাকায় গালফ এয়ারের পাইলট ক্যাপ্টেন ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে তার মৃত্যুর ঘটনা তদন্তে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মৃত পাইলটের বোন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেন্ডিসহ দুজন এ রিট করেন। রিটের পক্ষে আইনজীবী হিসাবে আছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
ব্যারিস্টার সাকিব বলেন, ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জুন মাসে নির্দেশ দেন হাইকোর্ট। দীর্ঘদিনেও সেই নির্দেশ বাস্তবায়ন না করায় আমরা তাদের নোটিশ পাঠাই। কিন্তু তারপরও কোনো কাজ না হওয়ায় আবার রিট করি।
রিটে বেসামরিক বিমান সচিব, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, গালফ এয়ার, গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। রিটটি আগামী সপ্তাহে বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গালফ এয়ারের বিদেশি পাইলট ক্যাপ্টেন ইউসুফ আল হিন্দি ফ্লাইট নিয়ে গত বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। পরদিন ভোরে অসুস্থ হয়ে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে ভুল চিকিৎসায় ও অবহেলায় মারা যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় চলতি বছরের ১৪ মার্চ ঢাকা মহানগর ২১ নম্বর আদালতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তালা এলহেন্ডি।
পরে তারা জুন মাসে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ১৯ জুন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ১৫ দিনের মধ্যে রিটকারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
এ আদেশের পরে দীর্ঘদিন অপেক্ষায় রেখে বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না বলে তাদের আবেদনটি ফেরত দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023