Logo
Logo
×

জাতীয়

৫৫ কেজি সোনা চুরি

দুই রাজস্ব কর্মকর্তাসহ ৩ জন ফের রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

দুই রাজস্ব কর্মকর্তাসহ ৩ জন ফের রিমান্ডে

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামির আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহি আফজাল হোসেন।

এ ব্যাপারে মঙ্গলবার আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোজাফফর আলী বলেন, ৫ দিনের রিমান্ড শেষে আট আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়। 

এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহি আফজাল হোসেনকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম। পাশাপাশি বাকি পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-সহকারী রাজস্ব কর্মকর্তা আকরাম শেখ, মো. মাসুম রানা, সিপাহি মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার ও রেজাউল করিম। 

এর আগে ১৩ সেপ্টেম্বর এ মামলায় গ্রেফতার আট আসামিকে আদালতে হাজির করা হয়। তখন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

দুই আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। অন্য ৬ আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম