Logo
Logo
×

জাতীয়

১১ চিকিৎসককে স্বর্ণপদক দিল ডায়াবেটিক সমিতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

১১ চিকিৎসককে স্বর্ণপদক দিল ডায়াবেটিক সমিতি

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির দূর শিক্ষণ প্রকল্পের (ডিসট্যান্স লার্নিং প্রোগ্রাম বা ডিএলপি) ২৮ থেকে ৩৫ ব্যাচের নির্বাচিত ১১ চিকিৎসককে স্বর্ণপদক দেওয়া হয়েছে। 

বুধবার বারডেম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের (ডিএলপি) কোর্স চেয়ারপারসন অধ্যাপক ইমেরিটাস হাজেরা মাহতাব, ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের (ডিএলপি) সিইও অধ্যাপক তোফায়েল আহমেদ ও এডিশনাল কোঅর্ডিনেটর ডা. তারিন আহমেদ।

দূর প্রশিক্ষণ কর্মসূচির (ডিএলপি) মাধ্যমে সমিতির নিজস্ব চিকিৎসক ছাড়াও ২০ হাজারের বেশি সরকারি-বেসরকারি চিকিৎসকদের ‘সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি’ বা ‘সিসিডি’ নামক ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির দুজন বিশেষজ্ঞ চিকিৎসক-গবেষকের সহায়তায় ‘সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি’ বা (সিসিডি) কোর্সটি তৈরি করা হয়। ডিএলপির এই কোর্সটি এরই মধ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) স্বীকৃতি লাভ করেছে।
 

চিকিৎসক স্বর্ণপদক ডায়াবেটিক সমিতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম