Logo
Logo
×

জাতীয়

মানবাধিকার চেয়ারম্যান

চাপ থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি মিয়ানমার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

চাপ থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি মিয়ানমার

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের বিভিন্ন চাপ এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও  রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি মিয়ানমার। 

এই অবস্থায় রোহিঙ্গারা চরম হতাশাগ্রস্ত ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির সম্মুখীন। তাই এশিয়া প্যাসিফিক ফোরাম, মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। 

বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক ফোরামের (এপিএফ) ২৮তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভারতের নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা এবং উপপরিচালক মো. আজহার হোসেন। এশিয়া প্যাসিফিক ফোরাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর আঞ্চলিক জোট। 

মানবাধিকার চেয়ারম্যান রোহিঙ্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম