মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার একাধিক সড়ক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রাতে ঘরমুখী মানুষ।
রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে। এর আধা ঘণ্টা আগেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়।
বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় সড়কে আটকা পড়েন অনেকে। অনেক রাস্তায় সিএনজিচালিত অটোরিকশায় পানি ঢুকে বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুলসহ বিভিন্ন এলাকার সড়কেও পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচল ব্যহত হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
