Logo
Logo
×

জাতীয়

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সার্ক জার্নালিস্ট ফোরামের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সার্ক জার্নালিস্ট ফোরামের

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম।  

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি রাজু লামা প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা অবিলম্বে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারসহ সঠিক তদন্ত সাপেক্ষে বাতিলের দাবি করছি।

সার্ক জার্নালিস্ট ফোরাম মূলত দক্ষিণ এশীয় সাংবাদিক সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা একটি আঞ্চলিক সাংবাদিক সংস্থা হিসেবে স্বীকৃত সংগঠন। 

এই সংগঠন সার্ক অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং এ অঞ্চলের সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত মানোন্নয়নে কথা বলে।  

                       

সাংবাদিক মামুন মামলা সার্ক জার্নালিস্ট ফোরাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম