Logo
Logo
×

জাতীয়

তারেকের পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্য ১১ অক্টোবর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

তারেকের পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্য ১১ অক্টোবর

সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ১১ অক্টোবর ধার্য করেছেন আদালত। 

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অপু অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে উপস্থিত না করায় বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন দিন ধার্য করেন।

২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয় দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের  দেওয়া ২৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়ের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি মামলা করা হয়। 

২০২২ সালের ২৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় অপুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগিনা এএম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন এবং ফায়েজুর রহমান। 

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ দিন ধার্য করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার অভিযোগে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে।
 

তারেক পিএস অপু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম