Logo
Logo
×

জাতীয়

নিউইয়র্কে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০১:২৩ পিএম

নিউইয়র্কে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী 

নিউইয়র্কে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী। ছবি: যুগান্তর

বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে ‘কালার্স অব ফ্রিডম’ শীর্ষক ৫ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। নিউইয়র্কে এবারই প্রথম বাংলাদেশের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হলো। 

স্থানীয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শত শত চিত্র প্রেমিকদের উপচেপড়া ভিড়ের মাঝে প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

আইবিটিভি ইউএসএর উদ্যোগে আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ও গ্যালারি চিত্র সহযোগি হিসেবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইবিটিভির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া মাসুদ, চেয়ারম্যান চিত্রশিল্পী মিলা হোসেন, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামে প্রেসিডেন্ট আর্থার আজাদ,

সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ উল্লাহসহ নিউইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামসের পক্ষে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। প্রদর্শনীর কিউরেটর হিসেবে ছিলেন জিয়াউল করিম।

আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীতে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রফিকুননবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল বারেক আলভি, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমাসহ ৫৭ শ্রেষ্ঠ চিত্রশিল্পী সেরা চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।
 

বাংলাদেশ নিউইয়র্ক চিত্র প্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম