Logo
Logo
×

জাতীয়

আইফোন কিনতে বাসায় চুরি করেন ইমন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম

আইফোন কিনতে বাসায় চুরি করেন ইমন

চুরির অভিযোগে মোহাম্মদ ইমন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রোববার মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এসময় তার কাছ চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান ইমন।

গ্রেফতার ইমন হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর বিকালে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের ২য় তলায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। 

পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। পরে গতকাল মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। 

তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন।  পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন।

আইফোন চুরি ইমন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম